• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩২ রাত ০৩:১৬:০৪ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শীতের আগমনে মেহেরপুরে ব্যস্ত লেপ-তোষকের কারিগররা

৯ নভেম্বর ২০২৩ বিকাল ০৩:৩৭:৫৮

সংবাদ ছবি

মেহেরপুর প্রতিনিধি: ধীরে ধীরে এগিয়ে আসছে শীত। পুরোপুরি না হলেও পাওয়া যাচ্ছে শীতের শুষ্ক আমেজ। আর শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মেহেরপুরের লেপ-তোষক তৈরির কারিগররা। শীত মৌসুমের কারিগররা ব্যস্ত হয়ে পড়েছেন লেপ-তোষক বানানোর কাজে। ক্রেতাদের আনাগোনায় জমজমাট হয়ে উঠেছে লেপ-তোষককের দোকানগুলো। গতবছরের তুলনায় এ বছরে লেপ তোষক তৈরী পণ্যের মূল্য তুলনামূলক বেশি হওয়ায় হিমশিম খাচ্ছেন ক্রেতারা। তুলার মূল্য বৃদ্ধির কারনে লেপ-তোষকের দাম বৃদ্ধি পেলেও পারিশ্রমিক বৃদ্ধি পায়নি কারিগরদের।

গাঙ্গে উপজেলার গাংনী বাজারের কারিগর ফয়সাল বলেন, গতবছরের তুলনায় লেপ-তোষকের দাম দ্বিগুন বৃদ্ধি পেয়েছে তেমনি আমাদের মজুরিও বৃদ্ধি পেয়েছে। দিনে ৪ থেকে ৫ টা লেপ বা তোষক বানিয়ে তারা ১৩০০ থেকে ১৭০০ টাকা আয় করেন।

বছরের প্রায় ৭-৮ মাস লেপ-তোষকের বেশি চাহিদা না থাকলেও অনেকেই ভিন্ন পেশায় নিয়োজিত হয়। শীতের আগমনী বার্তায় প্রতিদিনই লেপ-তোষক তৈরির অর্ডার বেড়ে চলছে বলে জানান তারা।

মেহেরপুর সদর উপজেলা ও গাংনী উপজেলার বেশ কয়েকটি লেপ-তোষক তৈরির দোকান ঘুরে জানা যায়, বর্তমান বাজারে লেপ তৈরিতে খরচ নেওয়া হচ্ছে ১ হাজার থেকে ১৫০০ টাকা এবং তোষক ১২০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত।

গাংনী শহরে লেপ-তোষকের দোকান মনিরুল ইসলাম বেডিংয়ের স্বত্বাধিকারী মনিরুল ইসলাম বলেন, ক্রেতারা শীতের কথা মনে রেখে আগাম লেপ-তোষক বানাতে দিচ্ছেন। অর্ডার পেয়ে আমার কারিগররাও লেপ-তোষক বানাতে ব্যস্ত হয়ে পড়েছেন। একটি লেপ তৈরিতে একজন কারিগরের সময় লাগে ২-৩ ঘণ্টা। এভাবে একজন কারিগর দিনে গড়ে ৪ থেকে ৫ টি লেপ তৈরি করতে পারে।

তিনি আরও বলেন, তুলার দাম বৃদ্ধি পাওয়ায় লেপ-তোষক, গদি তৈরিতে খরচ গত বছরের চেয়ে একটু বেড়েছে। শীতের তীব্রতা যতো বাড়বে বেচা-কেনা আরও জমবে বলে আশা করছেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭