• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ রাত ০৯:১৬:২১ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বরাদ্দ নেই তাই খালি পায়েই ফুটবল খেলতে হচ্ছে হাবিপ্রবির খেলোয়াড়দের

২ ডিসেম্বর ২০২৪ সকাল ০৮:৫৫:০৮

সংবাদ ছবি

হাবিপ্রবি প্রতিনিধি: দায়িত্বশীল শিক্ষকদের সমন্বয়হীনতার পাশাপাশি প্রয়োজনীয় বাজেট না থাকায় নানা সংকটে চলছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) তৃতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা-২০২৪। টুর্নামেন্ট সুষ্ঠুভাবে আয়োজন ও পরিচালনার জন্য ১৪ সদস্য বিশিষ্ট কমিটির দায়িত্ব পালন করছেন মাত্র একজন। এ অবস্থায় টুর্নামেন্ট পরিচালনা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিজনেস স্টাডিজ অনুষদের এক শিক্ষার্থী জানান, ‘প্রতিবছরের মতো এবারও দায়সাড়া টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এখন প্রতিটা স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বুট পরে খেলা হয়, আমাদের হয় না। খালি পায়ে খেলার ফলে খেলোয়াড়রা ইনজুরিতে বেশি পড়ছে । যেকারণে খেলার প্রতি অনেকেই অনীহা প্রকাশ করছে ।’

নাম প্রকাশে অনিচ্ছুক কৃষি অনুষদের এক শিক্ষার্থী বলেন, ‘ফুটবল খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করে অনুশীলন করে, অথচ সেখানে নাস্তার জন্য কোনো বরাদ্দ থাকে না। অনুষদ থেকে নাম মাত্র বাজেট দিয়ে থাকে। বাজেট খুব স্বল্প হওয়ায় খেলার উপকরণ সংকটে পড়তে হয়।’

প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে জানায়, ‘সাধারণত সব অনুষদের ফান্ডেই ভালো অংকের ফি জমা থাকে। সেখান থেকেই স্টুডেন্টদের দাবি বা চাওয়ার ভিত্তিতে বিভিন্ন খাতে টাকাটা দেয়। এখন অনুষদ বলতেছে বাজেট নাই, শিক্ষকদের মূলত আগ্রহের অভাব। আবার টুর্নামেন্ট হবে কিন্তু জানানো হয় ৭ দিন আগে। এই ৭ দিনের মধ্যে টিম সিলেকশন করে খেলার প্রস্তুতি নেয়া খুবই কঠিন।’

বাজেটের বিষয়ে একাধিক অনুষদের ডিন বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। অনুষদে বাজেট এমনিতেই স্বল্প থাকে। তার মধ্যেই অনুষদের উন্নয়নসহ যাবতীয় কাজ পরিচালনা করতে হয়। যেকারণে খেলা পরিচালনার ক্ষেত্রে আমাদের বরাদ্দ সীমিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যদি খেলোয়াড়দের জন্য কিছু বরাদ্দ দেওয়া হয় তাহলে শিক্ষার্থীদের জন্য ভালো হবে।

এদিকে খেলাকে কেন্দ্র করে মাঠ দখল এবং বিশৃঙ্খলা হয়ে টুর্নামেন্ট বন্ধের উপক্রম হয়েছিলো। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহযোগিতায় টুর্নামেন্ট আবার পহেলা ডিসেম্বর শুরু হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মাহাবুব উল হাসান বলেন, ‘ফুটবল বুটে খেলার বিষয়ে আমাকে কোনো শিক্ষার্থী জানায়নি। তাই এই বিষয়টা কর্তৃপক্ষকে জানানো হয়নি। তবে পরেরবার বুটে খেলার বিষয়ে আমি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবো। আর খেলা পরিচালনার বিষয়ে ১৪ জনের কমিটি করে দেওয়া হলেও মাঠে আমাকে একাই খেলা পরিচালনা করতে হচ্ছে।’

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী প্রক্টর ও আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল খেলা পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক রাফিয়া আখতার বলেন, ‘খেলা পরিচালনার বিষয়ে এখনো মিটিং হয়নি, আমরা তো অপেক্ষা করতেছি মিটিংয়ের, কীভাবে খেলা পরিচালনা করা যায়। আর মিটিং ডাকলে তো আমরা আসবো। খেলা পরিচালনার ক্ষেত্রে দায়িত্বশীল শিক্ষক থাকা দরকার।’

উল্লেখ্য, আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা ২৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ-১ এ উদ্বোধন করেন। অনুষদ ভিত্তিক ৮টি দল অংশগ্রহণ করছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭




সংবাদ ছবি
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৮৪৯ জন
১৯ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৬:৪৭