• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ রাত ০৮:৪৫:০০ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নুরাল পাগলের দরবার থেকে লুট হওয়া জেনারেটরসহ গ্রেফতার ১

১৮ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০১:২৯:৩৪

সংবাদ ছবি

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নুরাল পাগলের দরবার থেকে লুট হওয়া জেনারেটরসহ মো. মিজানুর রহমান (২৪) নামে একজকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশের যৌথ টিম।

১৭ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলাধীন মিজানপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে লুট হওয়া জেনারেটরসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতার মিজানুর রহমান রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোল সোনাকান্দর গ্রামের হারুনুর রশিদের ছেলে।

পুলিশ জানায়, নুরাল পাগলের দরবারে হামলা ও ভক্ত রাসেল হত্যার ঘটনায় নিহতের বাবা আজাদ মোল্লা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলারই আসামি হিসেবে মিজানুরকে গ্রেফতার দেখানো হয়েছে।

১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার তাকে রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হবে জানা গেছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শরীফ আল রাজীব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নুরাল পাগলের দরবারে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও হত্যার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় এ পর্যন্ত ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৭ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সর্বশেষ গ্রেপ্তারকৃত মিজানুর রহমানকে লুট হওয়া জেনারেটরসহ গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট নুরাল পাগলের মৃত্যু ও কবরস্থানের স্থাপনা নিয়ে বিরোধকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরে ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর স্থানীয় ‘ইমান আকিদা রক্ষা কমিটি’র ব্যানারে তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল বের করে। এরপর দরবার শরীফে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা হয় এবং নুরাল পাগলের মরদেহ কবর থেকে উত্তোলন করে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড়ে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

ওই ঘটনায় দরবারের ভক্ত রাসেল মোল্লা নিহত ও শতাধিক মানুষ আহত হন।

এ ঘটনায় পুলিশ ও স্থানীয়দের ওপর হামলার অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়। পুলিশের মামলা ও রাসেল হত্যা মামলায় একে একে অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭




সংবাদ ছবি
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৮৪৯ জন
১৯ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৬:৪৭

সংবাদ ছবি
সখিপুরে গণপিটুনিতে অটো চোর নিহত
১৯ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:১৮:৪০