• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩২ দুপুর ০১:১৭:৪২ (16-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাতক্ষীরায় একদিনে পানিতে ডুবে চার শিশু ও এক কিশোরের মৃত্যু

১৬ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:০৯:২৩

সংবাদ ছবি

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া, শ্যামনগর, আশাশুনি, কালিগঞ্জ ও দেবহাটা উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে এক কিশোর ও চার শিশুর মৃত্যু হয়েছে।

১৫ সেপ্টেম্বর সোমবার দিনভর এ দুর্ঘটনা ঘটে।

কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামে দুই বছরের শিশু ইরফান খাঁ পানিতে ডুবে মারা যায়। নিহত শিশুটি ইকরাম খাঁর ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে গোসল করানোর জন্য শিশুটিকে ঘরের বাইরে রাখা হয়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে রান্নাঘরের পাশের একটি ডোবা থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।

শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামে ফয়সাল হোসেন (১৬) নামের মানসিক প্রতিবন্ধী এক কিশোর পানিতে ডুবে মারা যায়। সে স্থানীয় মোটরসাইকেলচালক শাহিনুরের ছেলে।

রোববার সন্ধ্যায় স্থানীয় এক চায়ের দোকানে বসে থাকার পর থেকে সে নিখোঁজ ছিল। সোমবার দুপুরে বাড়ির পাশের একটি ডোবায় তার মৃতদেহ পাওয়া যায়।

এছাড়া সাতক্ষীরা সদরের এল্লারচরে ইসমাইল হোসেনের দুই বছর শিশু কন্যা পানি ডুবে মারা গেছে। সোমবার বিকেলে নানা বাড়ি বেড়াতে গিয়ে দেবহাটা উপজেলার কদমখালী গ্রামে পানি ডুবে মারা যায়।

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে পানিতে ডুবে দেড় বছরের শিশু ঈশিতা সানার মৃত্যু হয়। সে মহেন্দ্র নাথ সানার ছোট মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, বড় বোন মমতা সানার (৪) সঙ্গে বাড়ির পাশের পুকুরে গেলে অসাবধানতাবশত ঈশিতা পানিতে পড়ে যায়। বোন তাকে তুলতে না পেরে বাড়িতে খবর দেয়। পরে মা ও স্থানীয়রা উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

কালিগঞ্জ উপজেলার নলতার ইন্দ্রনগর গ্রামে সিরাজুল ইসলামের মেয়ে লামিসা খাতুন (১৯ মাস) পানিতে ডুবে মারা যায়।

সোমবার দুপুরে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির উঠানের পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ শিশুমৃত্যুর ঘটনাগুলো নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
ঝিনাইদহে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
১৬ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০১:০৬:৫৩


সংবাদ ছবি
ঘিওরে নিখোঁজের ৩ দিন পর ইমামের মরদেহ উদ্ধার
১৬ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৪৬:১০

সংবাদ ছবি
আগামী ৩ দিন যেমন থাকবে আবহাওয়া
১৬ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:০৮:২৬




সংবাদ ছবি
বিদেশি নয়, আমার দেশি ছেলে পছন্দ: সেমন্তী সৌমি
১৬ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:২৫:২৬