• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ রাত ০৯:১৯:৪১ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মোল্লাহাটে নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

১৪ জুন ২০২৫ বিকাল ০৪:১৫:২৩

সংবাদ ছবি

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মধুমতি নদীতে গোসল করতে গিয়ে রত্তন মোল্লা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

১৪ জুন শনিবার দুপুরে উপজেলার গাড়ফা চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রত্তন মোল্লার ৪ ছেলে, ৩ মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রত্তন মোল্লা প্রতিদিনের মতোই দুপুর ১২টার দিকে বাড়ির পাশের মধুমতি নদীতে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে তিনি হঠাৎ পানিতে তলিয়ে নিখোঁজ হন।

খবর পেয়ে স্থানীয়রা ও মোল্লাহাট ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। প্রাথমিক চেষ্টায় ব্যর্থ হয়ে তারা খুলনা থেকে বিশেষ ডুবুরি দলকে খবর দেন। পরে খুলনা ডুবুরি দল এসে তল্লাশি চালিয়ে দুপুর ২টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

মোল্লাহাট ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. শরিফ জানান, সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। ওই স্থানে গভীরতা বেশি হওয়ায় খুলনা বিভাগীয় ডুবুরি দলকে খবর দেয়া হয়। এরপর ডুবুরি দলের সহায়তায় ২টার দিকে ওই ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭




সংবাদ ছবি
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৮৪৯ জন
১৯ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৬:৪৭