• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা আশ্বিন ১৪৩২ ভোর ০৫:৫৭:৩৫ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কাউনিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১২ জুন ২০২৩ বিকাল ০৪:২৩:৪২

সংবাদ ছবি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: সন্ত্রাস, মাদক, জুয়া নির্মুল ও সহিংসতা এড়ানোসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুরের কাউনিয়ায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া।

সভায় বক্তব্য রাখেন, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ, বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী, কাউনিয়া প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ, কাউনিয়া প্রেসক্লাবের সম্পাদক মিজানুর রহমান, সাপ্তাহিক প্রত্যাশার আলোর সম্পাদক সারোয়ার আলম মুকুল প্রমুখ। বক্তারা আইনশৃঙ্খলা সভায় অনুপস্থিত সদস্যসহ সরকারি বিভিন্ন দফতরের সমস্যার বিষয়ে তুলে ধরেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, মাদকসেবনকারী ও বিক্রয়কারী যেই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না। মাদক জুয়া ও যে কোন সহিংসতা বন্ধে স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার সচেতন মানুষদের এগিয়ে আসতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক বলেন, আগামী সভায় সকল সদস্য উপস্থিত থাকে সে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া যে সব সমস্যার বিষয়ে আলোচনা হয়েছে। তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
হাবিপ্রবি ইংলিশ ক্লাবের নেতৃত্বে ইমরান-ফাইজ
১৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:০২:০৬



সংবাদ ছবি
অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
১৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪২:০২





সংবাদ ছবি
নওগাঁয় মহিলাসহ চার ভুয়া পুলিশ গ্রেফতার
১৮ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৪:৪৯