গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বদনীভাংগা-গাজীপুর আঞ্চলিক সড়কের চিংড়ি খালের ওপর নির্মিত সেতুর পাশে বিশাল অংশ ভেঙ্গে পাশের খালে পড়েছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে সাধারণ পথচারী ও যানবাহন। অতিদ্রুত সংস্কার করা না হলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার বদনীভাংগা-গাজীপুর আঞ্চলিক সড়কের চিংড়ী খালের ওপর নির্মিত সেতুর উত্তরপূর্ব পাশে বৃষ্টির পানিতে সড়কের মাটি সরে গিয়ে খালে পড়েছে।এতে এক পাশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই রাস্তার অংশটি ধসে পড়লেও কোনো ধরনের সংস্কারকাজ হয়নি। ফলে প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
আকরাম হোসেন নামের স্থানীয় এক অটোরিকশা চালক বলেন, দুই বছর আগে স্থানীয় মেম্বার বাঁশ দিয়ে মাটি আটকিয়ে রাখা হয়েছিল। বৃষ্টিতে সেতুর একাংশ ভেঙে গেছে।
স্থানীয়দের দাবি, দ্রুত এই সড়ক সংস্কার ও ঝোপঝাড় পরিষ্কার করে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নেওয়া হোক, যাতে মানুষের প্রাণহানি না ঘটে।
শ্রীপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী তৌহিদ আহমেদ বলেন, মাওনা ও গাজীপুর ইউনিয়নের সীমান্ত এলাকায় বদনীভাংগা-গাজীপুর আঞ্চলিক সড়কের চিংড়ি খালের ওপর নির্মিত সেতুর উত্তরপূর্ব অংশ ভেঙে খালে পড়ে গেছে। দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available