• ঢাকা
  • |
  • বুধবার ২রা আশ্বিন ১৪৩২ সকাল ১১:০০:৫২ (17-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

আখাউড়ায় লিচু গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

১৭ মে ২০২৫ সকাল ১০:০৪:৩০

সংবাদ ছবি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় লিচু গাছ থেকে পড়ে মো. জাকির হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

১৬ মে শুক্রবার দুপুরে উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ওই গ্রামের মৃত হাজী শিরু মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, দুপুর ১টার দিকে জাকির নিজ গ্রামের নিজের একটি লিচু গাছে উঠে লিচু পাড়ছিলেন। একপর্যায়ে হঠাৎ লিচু গাছের একটি ডাল ভেঙ্গে পড়ে নিচে পড়ে যান তিনি। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত জাহান তাকে মৃত ঘোষণা করেন।

উত্তর ইউনিয়নের মৃত অহিদ ভুইয়া মেম্বারের ছেলে বিএম ফরহাদ জানান, জাকির হোসেন অত্যন্ত শান্ত স্বভাবের ও পরিশ্রমী যুবক ছিলেন। তার এই অকাল মৃত্যুতে আমরা খুবই শোকাহত।

নিহতের বড় ভাই মনির মোল্লা বলেন, আমাদের পাশের বাড়িতে দাওয়াত ছিল। জাকির গাছে উঠেছে দেখে আমি তাকে বলি, তাড়াতাড়ি নিচে নেমে আসতে। এরপর আমি গোসলে যাই। কিছুক্ষণ পর হঠাৎ কান্নাকাটির শব্দ শুনে বের হয়ে দেখি, সে গাছের ডাল ভেঙে নিচে পড়ে গেছে।

এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ছমিউদ্দিন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ থাকলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
ব্র্যান্ড নিউ পোভা সিরিজ নিয়ে আসছে টেকনো
১৭ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:৫১:১৮


সংবাদ ছবি
নারীর স্বাস্থ্য সুরক্ষায় বেতাগীতে অপরাজিতা
১৭ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:২৯:০৩

সংবাদ ছবি
টাঙ্গাইলে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা
১৭ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:২০:২৯

সংবাদ ছবি
খুলনায় বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা
১৭ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৫৭:২৯

সংবাদ ছবি
যৌথবাহিনীর অভিযানে বগুড়ায় বিপুল মাদকসহ আটক ২
১৭ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৫৫:৩০


সংবাদ ছবি
ভুয়া ভাউচারে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা
১৭ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪৮:১৪