• ঢাকা
  • |
  • রবিবার ৬ই আশ্বিন ১৪৩২ সকাল ১০:৫১:৩৩ (21-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফরিদপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৭ ডিসেম্বর ২০২৩ রাত ০৮:৫৫:১৫

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার: ফরিদপুর সিভিল সার্জনের আয়োজনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় সদর হাসপাতালের তৃতীয় তলায় ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. সিদ্দিকুর রহমানের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভিটামিন এ ক্যাপসুল সম্পর্কিত বিভিন্ন তথ্য ও ধারণা প্রদান করেন মেডিক্যাল অফিসার ডা. আলামিন সরোয়ার।

এসময় সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান জানান, আগামী ১২ ডিসেম্বর দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সেদিন  ফরিদপুর জেলার মোট ১ হাজার ৯৪৫টি টিকাদান কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৪২ হাজার ৬৫৭ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৬২ হাজার ৫৩ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরও জানান, ফরিদপুরের ৯ উপজেলা, ৬টি পৌরসভা, ৭৯টি ইউনিয়ন এবং ২৪০টি ওয়ার্ডে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় মোট শিশুর সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৭১০ জন। এ কাজে ৩ হাজার ৮৯০ জন কর্মী, মাঠ পর্যায়ে ৫০৩ জন স্বাস্থ্যকর্মী, এবং পরিবার পরিকল্পনা বিভাগের ৪৭২ জন কর্মী অংশগ্রহণ করবেন।

মেডিক্যাল অফিসার ডা. আলামিন সারোয়ার জানান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের সর্বমোট ৯৭৫ জন কর্মী, ২ হাজার ৯১৫ জন স্বাস্থ্যসেবী এবং ৯টি জেলা পর্যায়ে তদারকি টিম, প্রথম সারির সুপারভাইজার ৩০৬ জন ও ৬৪ জন দ্বিতীয় শ্রেণির সুপারভাইজার এই ক্যাম্পেইন কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

এ সময় ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
রহস্যময় ডোবায় এবার মিলল কলেজ ছাত্রীর মরদেহ
২১ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:১৯:২০