• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ সন্ধ্যা ০৬:৫০:৫১ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজাপুরে ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় আহত ৬

১ নভেম্বর ২০২৩ বিকাল ০৫:২২:২২

সংবাদ ছবি

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরের বিষখালী নদীতে ইলিশ রক্ষা অভিযানের সময় জেলেদের হামলায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও দুই আনসার সদস্যসহ ৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় প্রায় অর্ধশত জেলের নামে মামলা দায়ের করা হয়েছে।

৩১ অক্টোবর মঙ্গলবার সন্ধায় উপজেলার উত্তর পালট এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার সকালে রাজাপুর থানায় অর্ধশত জেলেকে আসামি করে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বাদি হয়ে মামলা দায়ের করেন।

জানা যায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেনের নেতৃত্বে বিষখালী নদীর উত্তর পালট এলাকায় অভিযান চালিয়ে জাল ও নৌকা আটকের চেষ্টা করলে প্রায় অর্ধশত জেলেরা তাদের উপড়ে হামলা চালায়। হামলায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেন, মৎস্য অফিসের ফিল্ড অফিসার কমলেশ বিশ্বাস, সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী জাকির হোসেন, আনসার সদস্য কবির সিকদার, স্বপন সিকদার, ট্রলার চালক নজরুল ও সহকারী শামিম আহত হন। আহতরা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখ্যপূর্বক আরও ৩০/৩৫ জনকে আসামি করে মোট ৪৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে এখন পযন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৮৪৯ জন
১৯ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৬:৪৭

সংবাদ ছবি
সখিপুরে গণপিটুনিতে অটো চোর নিহত
১৯ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:১৮:৪০




সংবাদ ছবি
রাণীনগরে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
১৯ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৪১:০৪