আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় পণ্য আমদানির ওপর মার্কিন শুল্ক ১৫-১৬ শতাংশ কমিয়ে আনতে একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট। ২২ অক্টোবর বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম মিন্টের প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রার্তা সংস্থা রয়টার্স।
এ প্রতিবেদনের বিষয়ে ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কারও কাছ থেকে কোনো মন্তব্য পায়নি রয়টার্স। জানা যায়, জ্বালানি ও কৃষিকে কেন্দ্রে রেখে হতে যাওয়া এ চুক্তির ফলে ভারতকে পর্যায়ক্রমে রুশ অপরিশোধিত তেল ক্রয় কমিয়ে আনতেও দেখা যেতে পারে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মঙ্গলবার তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা হয়েছে, যেখানে বাণিজ্য প্রসঙ্গই বেশি প্রাধান্য পেয়েছে। জ্বালানিও তাদের আলোচনায় ছিল, এবং ভারত যে রাশিয়ার কাছ থেকে তেল কেনা কমাবে সে বিষয়ে মোদী তাকে আশ্বস্তও করেছেন।
সূত্রগুলোর বরাত দিয়ে মিন্ট জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে নয়া দিল্লির আলোচনা অনুযায়ী ভারত হয়তো জিনগতভাবে পরিবর্তিত হয়নি এমন মার্কিন ভুট্টা ও সয়া মিল কেনা বাড়াতে পারে। চুক্তিতে নির্দিষ্ট সময় অন্তর শুল্ক পুনর্মূল্যায়ন ও বাজারে পণ্য প্রবেশাধিকার ব্যবস্থা পর্যালোচনারও সুযোগ রাখা হতে পারে।
দ্বিপাক্ষিক এ চুক্তি চূড়ান্ত হওয়ার পর এ মাসের আসিয়ান সম্মেলনেই এ বিষয়ক ঘোষণা আসতে পারে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available