• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩২ ভোর ০৫:৫৯:১৫ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

ফরিদপুরে ৯টি মোটরসাইকেল ও ৬টি অটোবাইকসহ ৭ চোর গ্রেফতার

২৭ আগস্ট ২০২৩ সকাল ০৮:০৪:০১

সংবাদ ছবি

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯টি চোরাই মোটরসাইকেল ও ৬টি অটোবাইক উদ্ধার করা হয়। এসব যানবাহন চুরির সাথে জড়িত চোরাই চক্রের ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad
Ad

২৬ আগস্ট শনিবার বেলা বারোটায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিষয়টি জানান পুলিশ সুপার মো. শাহজাহান।

Ad
Ad

গ্রেফতাররা হলেন মো. রাসেল ওরফে মনির মাতুব্বর, মো. বাদশা ফকির, সিদ্দিক সরদার, মো. আল-আমিন, আয়নাল হোসেন, সাদ্দাম মোল্যা, ইয়াছিন খাঁ। এদের বাড়ি ঢাকা, রাজবাড়ি ও ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায়।

Ad

পুলিশ সুপার মো. শাহজাহান জানান, শুক্রবার থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় জেলার রাজবাড়ি রাস্তার মোড় থেকে রাসেল ওরফে মনির মাতুব্বরকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে ১টি চোরাই পালসার মোটর সাইকেল ও মাস্টার চাবি জব্দ করা হয়।  পরে রাসেলের দেয়া তথ্যমতে বাদশা ও সিদ্দিককে গ্রেফতার করা হয়। এই দুজনের প্রত্যেকের কাছ থেকে ৪টি করে ৮টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সম্প্রতি একাধিক অটোবাইক চুরির ঘটনা অনুসন্ধানে আসামি সিদ্দিকের তথ্যমতে অভিযান চালিয়ে আল-আমিনকে গ্রেফতার করে ৩টি ও সদরপুর উপজেলার হাট কৃষ্টপুর এলাকা থেকে আয়নালকে গ্রেফতার করে আরো ৩টি আটোবাইক উদ্ধার করা হয়। পরে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়।

আটক ৭ আসামির বিরুদ্ধে ২ থেকে ১৬টি মামলাও রয়েছে বলে জানান পুলিশ সুপার।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম, এ, জলিল উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available
Follow Us

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
রহস্যময় ডোবায় এবার মিলল কলেজ ছাত্রীর মরদেহ
২২ সেপ্টেম্বর ২০২৫ ভোর ০৪:৫৫:৩৬

সংবাদ ছবি
রহস্যময় ডোবায় এবার মিলল কলেজ ছাত্রীর মরদেহ
২২ সেপ্টেম্বর ২০২৫ ভোর ০৪:৫৪:৪৬








সংবাদ ছবি
দেশে শাওমির রেডমি-১৫ উন্মোচন
২১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:০২