• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ১২:০৭:১৫ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

শ্রমিক অসন্তোষে আন্দোলন চলা কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ

১১ নভেম্বর ২০২৩ দুপুর ০২:০৩:৩৮

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষেই আন্দোলন চলা তৈরি পোশাক শিল্পের কারখানাগুলো অনির্দিষ্টিকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ।

১০ নভেম্বর শুক্রবার সকালে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান এ তথ্য জানান। ১১ নভেম্বর শনিবার থেকে কারখানার সামনে নোটিশ টানানোর কথা জানিয়েছেন তারা।

Ad
Ad

গত ২৩ অক্টোবর থেকে মজুরি বাড়ানোর দাবিতে পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করে আসছেন। এরপর সরকার নতুন মজুরি কাঠামো ঘোষণা করলেও শান্ত না হয়ে উল্টো আবারও আন্দোলনে নামে কয়েকটি কারাখানার শ্রমিকরা। বাধ্য হয়ে আশুলিয়া শিল্পাঞ্চলে আন্দোলনে পড়া কারখানাগুলো অনির্দিষ্টিকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ।

Ad

বিজিএমইএর সভাপতি ফারুক হাসান জানান, জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে আন্দোলনের মুখে পড়া কারখানাগুলো আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন মালিকপক্ষ। এরপরও শ্রমিকরা তাদের দাবির ব্যাপারে অনড়। পোশাকখাতে এই অস্থিরতার দ্রুত অবসান চান স্থানীয় সচেতনরা।

এর আগে, সারাদেশের সব পোশাক কারখানায় নতুন শ্রমিক নিয়োগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

এছাড়াও যেসব কারখানায় গত কয়েক দিনে ভাঙচুর হয়েছে, সে কারখানাগুলোর কর্তৃপক্ষকে মামলা করার নির্দেশ দেয়া হয়েছে। ভাঙচুরের ছবি, সিসিটিভি ফুটেজের কপি থানায় দেয়ার পাশাপাশি বিজিএমইএকেও দেয়ার কথা বলা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
নোয়াখালী সোনাইমুড়ীতে ১৪ কেজি গাঁজাসহ নারী আটক
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:১৫:৫০


সংবাদ ছবি
পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪৬:৫৩





Follow Us