• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ১২:৩৮:০৬ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

নামাজে গিয়ে আর ফেরা হলো না, একদিন পর মিলল ব্যবসায়ীর মরদেহ

১৫ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:০৩:২৪

সংবাদ ছবি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় নিখোঁজ হওয়ার একদিন পর রেললাইনের পাশ থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ । নিহতের নাম জামশেদ ভূঁইয়া (৪৫)।

১৪ সেপ্টেম্বর রোববার বিকেলে কুমিল্লা নগরীর পালপাড়া রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সন্ধ্যায় পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

Ad
Ad

নিহত জামশেদ ভূঁইয়া নগরীর ৩ নং ওয়ার্ড কালিয়াজুরী ভূঁইয়া বাড়ির বাসিন্দা এবং সাবেক কমিশনার মরহুম আব্দুল কুদ্দুস ভূঁইয়ার তৃতীয় পুত্র।

Ad

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, ‘শনিবার সন্ধ্যায় জামশেদ ভূঁইয়ার ভাই থানায় একটি নিখোঁজের ডায়েরি করেন। তিনি জানান, মাগরিবের নামাজ পড়তে বেরিয়ে জামশেদ আর বাসায় ফেরেননি। অভিযোগের পরপরই আমরা অনুসন্ধান শুরু করি এবং রোববার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে একই এলাকার এক বাসায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার ও তার মা তাহমিনা বেগম খুন হন। একই এলাকায় এক সপ্তাহের ব্যবধানে আরেকটি হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে স্থানীয়দের মধ্যে।

পুলিশ বলছে, পরপর এমন কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনায় তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছেন এবং খুব শিগগিরই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫








সংবাদ ছবি
নোয়াখালী সোনাইমুড়ীতে ১৪ কেজি গাঁজাসহ নারী আটক
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:১৫:৫০


Follow Us