• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ সকাল ১১:১৬:৪১ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

ভারতে তিস্তায় বাঁধ ধসে যাওয়ায় লালমনিরহাটে বন্যার আশঙ্কা

৫ অক্টোবর ২০২৩ সকাল ০৮:০৯:৩২

সংবাদ ছবি

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি: তিস্তার উজানে ভারতের উত্তর সিকিমে তিস্তা অংশে বাঁধ ধসে যাওয়ায় বাংলাদেশের লালমনিরহাটের দিকে পানির প্রবল স্রোত ধেয়ে আসছে। এতে তিস্তার পানি বিপৎসীমার ৫০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হয়ে ভয়াবহ বন্যা হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এতে আতঙ্কিত তিস্তাপাড়ের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে ও সার্বিক প্রস্তুতি নিতে আহবান জানিয়েছে লালমনিরহাট জেলা প্রশাসন।

Ad
Ad

বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্যে জানায়, ভারতীয় সেন্ট্রাল ওয়াটার কমিশন (CWC) এর তথ্য অনুযায়ী, ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং ড্যাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে সিকিম অঞ্চলে আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টি পাতের পূর্বাভাস রয়েছে।

Ad

এছাড়াও গত তিনদিন থেকে রংপুর অঞ্চলসহ লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে।

এতে তিস্তার পানি ৪ অক্টোবর বুধবার তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করে ৫০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এর মধ্যে তিস্তার ভারতের অংশে বাঁধ ধসের ফলে ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে। এতে তিস্তার বাম ও ডানতীরের নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে মৌসুমী ফসলসহ গ্রামীণ জনপদের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে

৪ অক্টোবর বুধবার দুপুর থেকে তিস্তার পানি বাড়তে থাকে বিকেলে তিস্তার পানি ২৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হয়।

জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তা দিয়ে বন্যা মোকাবিলায় সার্বিক প্রস্তুতির কথা জানানো হয়েছে। এছাড়াও মাইকিং করে নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি নিতেও বলা হচ্ছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, উজানের ভারী ঢলে তিস্তায় আবারও বন্যার আশঙ্কা তৈরি হয়েছে । আমরা সার্বিক খোঁজখবর রাখছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
নোয়াখালী সোনাইমুড়ীতে ১৪ কেজি গাঁজাসহ নারী আটক
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:১৫:৫০


সংবাদ ছবি
পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪৬:৫৩





সংবাদ ছবি
নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ও সফরসঙ্গীরা
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৩৬:১৭


Follow Us