ডুমুরিয়া-পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়েত ইসলামি সেক্রেটরি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জনগণ দেশে নতুন শাসক দেখতে চাই।
১৪ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় ডুমুরিয়া উপজেলার মাগুরখালি ইউনিয়ন জামায়াতের আয়োজনে মাগুরখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভোটার সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বললে।
তিনি আরও বলেন, বিগত দিনে লাঙ্গল, নৌকা, ধানের শীষসহ তিনটি রাজনৈতিক দলের শাসন দেখেছে জনগণ। তারা দেশ চালাতে ব্যর্থ হয়েছে। ২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান এক ফ্যাসিবাদ দেশ ছেড়ে দিল্লি পালিয়ে গেছে। দেশের জনগণ আর কোন ফ্যাসিবাদকে ক্ষমতায় দেখতে চাই না! জনগণ নতুন শাসক দেখতে চাই। সে জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করে নতুন শাসকের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে।
যেখানে থাকবে না কোন চাঁদাবাজ,ঘের লুট কারি,দখলবাজ,ঘুষ - দুর্নীতি ও দাঙ্গাবাজ। তাই দেশের জনগণ নতুন শাসক চাই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাগুরখালি ইউনিয়ন জামায়েতর সভাপতি মাওলানা শেখ আব্দুস সোবহান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জেলা জামায়েত নেতা মিয়া গোলাম কুদ্দুস, গাজী সাইফুল্লাহ , মুন্সি মঈন উদ্দিন, উপজেলা আমির মাওলানা মুখতার হুসাইন, সেক্রেটরি মাওলানা হাবিবুর রহমান, সনাতনী শাখার সভাপতি কৃষ্ণপদ নন্দী, সেক্রটরি ডা. হরিদাস মন্ডল, শেখ মোসলেম উদ্দিন, হাফেজ মঈন উদ্দিন, অধ্যক্ষ দেবপ্রসাদ, মেম্বর বিবেকান্দ বৈরাগী, শিক্ষক প্রদীপ সরকার,নিমাই রায়, যুব বিভাগ, গাজী ইব্রহীম, কামরুল ইসলাম, সনজিত সরকার, অনিল কৃষ্ণ সানা, প্রিতিষ মন্ডল প্রমুখ। এছাড়া উপজেলার শোভনা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ভোটার সমাবেশে যোগদেন তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available