• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০১:৪৪:৪২ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৫

১৭ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৫২:৩৩

সংবাদ ছবি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর ১৪নং ওয়ার্ড  মুরাদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা, ফেনসিডিল ও দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

১৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে বউ বাজার এলাকায় এ অভিযান চালায় সেনাবাহিনীর ২৩ বীরের আওতাধীন একটি আর্মি প্যাট্রল দল।

Ad
Ad

আটক ব্যক্তিরা হলেন সোহেল (৩৫), মামুন (৩৫), মো. জুয়েল (২৫), সোহেল মিয়া (২৪) ও সবুজ আহমেদ (২৮)।

Ad

সেনা সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে দুইজন বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি। অভিযানকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ হাজার ৪০০ পিস ইয়াবা, ২ বোতল ফেনসিডিল, ২টি ওয়াকিটকি সেট, ১১টি মোবাইল ফোন, ৬টি চাইনিজ ছুরি, একটি চাপাতি, একটি দেশীয় তৈরি ছুরি, ৩টি পেন ড্রাইভ ও ৪টি মেমোরি কার্ড।

অভিযান শেষে সেনাবাহিনী আটকদের মাদক ও অস্ত্রসহ স্থানীয় থানায় হস্তান্তর করে।

সেনাবাহিনী জানায়, জাতীয় নিরাপত্তা ও মাদক নির্মূলের অংশ হিসেবে তথ্যভিত্তিক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫








Follow Us