• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩২ ভোর ০৫:৫৯:১৯ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

ইকোর উদ্যোগে পটুয়াখালীতে বৃত্তি পেল ৯৬ শিক্ষার্থী

১২ মে ২০২৫ বিকাল ০৫:১১:৫৫

সংবাদ ছবি

পটুয়াখালী প্রতিনিধি: দাতব্য সংস্থা ইকোর উদ্যোগে পটুয়াখালীতে ৯৬ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বেসরকারি সংস্থা আমান এর বাস্তবায়নে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে এ শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

Ad
Ad

১২ মে সোমবার সকালে পটুয়াখালী সদর উপজেলা লোহালিয়া ইউনিয়নের কুড়িপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে শিক্ষাবৃত্তি প্রধান অনুষ্ঠান আয়োজন করা হয়।

Ad
Ad

বিদ্যালয়ের ৮০ জন ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জুলাই বিপ্লবে আহত ১৬ জন শিক্ষার্থীদের মধ্যে এই শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাড. কিবরিয়া মোল্লা বলেন, ধাতব্য সংস্থা ইকো বাংলাদেশের শিক্ষা বিস্তারে শিক্ষার্থীদের জন্য যে অবদান রাখছেন এই শিক্ষার্থীরাই একদিন ইকোর সম্পদ হয়ে দাঁড়াবে। ইকো এবং তার অর্থ সহায়তাকারী সকল ব্যক্তির দীর্ঘায়ু কামনা করছি। শিক্ষা প্রসারে এ অসামান্য অবদান মেধাবী শিক্ষার্থীরা সারা জীবন মনে ধারণ করে রাখবে।

Ad

শিক্ষাবৃত্তি পাওয়া বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, ইকোর বিতরণ করা আর্থিক সহায়তা আমাদের মত দরিদ্র শিক্ষার্থীদের প্রয়োজনীয় খরচে গুরুত্বপূর্ণ সাপোর্ট। ইকোর সহযোগিতায় আমরা ভর্তি ফি, প্রাইভেট খরচ, খাবার খরচসহ শিক্ষা উপকরণ কিনতে পারছি এতে আমাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ছে। সুযোগ পেলে ভবিষ্যতে আমরাও তাদের সহযোগী  অংশীদার হব।

শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মো. আলী হোসেন, শাহ মো. জাহাঙ্গীর হোসেন, মো. সাখাওয়াত হোসেন, মো. অলিউল্লাহ প্রমুখ।

এ সময় বক্তারা দাতব্য সংস্থা ইকো এবং শিক্ষাবৃত্তি বিতরণ বাস্তবায়ন সংস্থা আমাকে ধন্যবাদ জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available
Follow Us

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
রহস্যময় ডোবায় এবার মিলল কলেজ ছাত্রীর মরদেহ
২২ সেপ্টেম্বর ২০২৫ ভোর ০৪:৫৫:৩৬

সংবাদ ছবি
রহস্যময় ডোবায় এবার মিলল কলেজ ছাত্রীর মরদেহ
২২ সেপ্টেম্বর ২০২৫ ভোর ০৪:৫৪:৪৬








সংবাদ ছবি
দেশে শাওমির রেডমি-১৫ উন্মোচন
২১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:০২