• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ বিকাল ০৪:১৯:২১ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

৭ এপ্রিল ২০২৫ সকাল ১০:২০:১০

সংবাদ ছবি

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া গেছে। যাত্রীদের জিম্মি করে বাস কাউন্টারের মালিকরা সিন্ডিকেট তৈরী করে নিজেরদের মত ভাড়া আদায় করছেন। এ নিয়ে প্রশাসন অভিযান চালালেও কোন রকম তোয়াক্কা না করে নিজেদের মত ভাড়া নিচ্ছেন কাউন্টার মালিকরা।

গত ৫ এপ্রিল শনিবার ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান মাহামুদ। এ সময় স্বরূপকাঠি বাস টার্মিনালে অভিযান চালিয়ে নেছারাবাদে মোল্লা বাস কাউন্টারের দায়িত্বে থাকা হৃদয় বিক্রমকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

Ad
Ad

অভিযান পরিচালনা করে জরিমানা করা হলেও আইনকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে বাড়তি ভাড়া থেকে রেহাই দেয়া হচ্ছেনা যাত্রীদের। ঢাকাগামী বাস কাউন্টার মালিকরা যাত্রী প্রতি পাচঁশত টাকার ভাড়া আটশত টাকা করে আদায় করছেন প্রকাশ্যে। কাউন্টার মালিকরা বলছেন, একটি গাড়ী আনতে অনেক খরচ।

Ad

নাম প্রকাশে অনিচ্ছুক নেছারাবাদ থেকে ঢাকাগামী এক বাস কাউন্টার মালিক বলেন, এখানে সবাই আটশত টাকা করে বাড়া নিচ্ছে। আমি যদি একশত টাকা কম নেই। তাহলে সবাই আমাকে চেপে ধরবে। তখন আমার টিকে থাকা কষ্ট হয়ে পড়বে।

জরিমানা দেয়া মোল্লা বাস কাউন্টারের মালিক হৃদয় বিক্রম বলেন, এখানে সবাই আটশত নিচ্ছে। তাদের কাউকে জরিমানা করা হয়নি। আমাকে জরিমানা করা হয়েছে।

আরমান নামে এক যাত্রী বলেন, আমি ঢাকায় যাচ্ছি। আমার কাছ থেকে আটশত টাকা ভাড়া নেয়া হয়েছে। এখানে ৫০০ টাকার ভাড়া ৮০০ শত নেয়া হচ্ছে। যা খুবই অনিয়ম। এখানে প্রশাসনের দৃষ্টি দেয়া উচিৎ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান মাহামুদ জানান, আমরা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে শনিবার মোল্লা এক্সপ্রেস নামের বাস কাউন্টারে অভিযান চালিয়ে সাত হাজার টাকা জরিমানা করেছি। এ সময় আমাদের উপস্তিতি টের পেয়ে অন্য কাউন্টারগুলোর মালিক কাউন্টার বন্ধ করে সরে পড়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
বেগমগঞ্জে প্রাইভেটকার পুকুরে পড়ে তরুণের মৃত্যু
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:০৯:১৬

সংবাদ ছবি
কাউনিয়ায় গৃহবধূ হত্যা, স্বামী গ্রেফতার
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৫:০৫



সংবাদ ছবি
ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রদলের ১১ অভিযোগ
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:৫২:৩৫

সংবাদ ছবি
নওগাঁয় ৩১ দফা বাস্তবায়নে ডাবলুর গণসংযোগ
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:৪২:৩৮





Follow Us