• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০২:৪৩:২৫ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

শরীয়তপুরে অপহরণের ৬ ঘণ্টা পর মাদ্রাসা শিক্ষার্থী উদ্ধার

২৮ জানুয়ারী ২০২৫ রাত ০৮:২৩:৪৬

সংবাদ ছবি

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে অপহরণের ৬ ঘণ্টা পর আয়েশা নামের এক মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।

২৮ জানুয়ারি মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুর জেলার ভান্ডারীকান্দি ইউনিয়নের টেংরামারি বাজার থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা। আয়েশা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চরপালং এলাকার জাকির তালুকদারের মেয়ে। শিশুটি স্থানীয় দারুল উলুম ফোরকানিয়া কওমিয়া মাদরাসার শিক্ষার্থী।

Ad
Ad

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে শরীয়তপুর পৌর বাসস্ট্যান্ড এলাকার তালুকদার বাড়ির সামনের শরীয়তপুর-ঢাকা মহাসড়ক থেকে শিশুটিকে অপহরণ করা হয়।

Ad

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মত আয়েশা মঙ্গলবার সকালে মাদ্রাসায় আসে। ছুটি হওয়ার পর বাসায় ফেরার পথে সকাল সাড়ে ১১টার দিকে শরীয়তপুর পৌর বাসস্ট্যান্ড এলাকার তালুকদার বাড়ির সামনের শরীয়তপুর-ঢাকা মহাসড়কে পৌঁছালে দুই নারী ও এক পুরুষ আয়েশাকে অটোরিকশায় তুলে নিয়ে যায়। এ ঘটনায় দুপুরে পালং মডেল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন শিশুটির পরিবার। পরে বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুর জেলার ভান্ডারীকান্দি ইউনিয়নের টেংরামারি বাজার থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা।

শরীয়তপুর শহরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, আয়েশার পরিবার একটি সাধারণ ডায়রি (জিডি) করে। পরবর্তীতে শুনতে পেলাম বিকেলে মাদারীপুর জেলা থেকে শিশুকে উদ্ধার করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
নওগাঁয় ৩১ দফা বাস্তবায়নে ডাবলুর গণসংযোগ
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:৪২:৩৮







সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫




Follow Us