• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ বিকাল ০৫:১১:০৭ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় চোরাই গরুসহ ৩ জন গ্রেফতার

২৯ নভেম্বর ২০২৪ সকাল ০৯:২৫:৪২

সংবাদ ছবি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চাঁদের গাড়ি (জিপ) করে চোরাই গরু পাচারকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৮ নভেম্বর বৃহস্পতিবার ভোররাতে রাঙ্গুনিয়া পৌরসভার ঘাটচেক রাস্তারমাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মোহাম্মদপুর এলাকার বদিউল আলমের ছেলে আবদুল খালেক (২৮), একই এলাকার আবদুস সালামের ছেলে রমজান আলী (২৬) ও আহম্মদ নবীর ছেলে আবদুল কাদের (২১)। তারা তিনজনই ইসলামপুর ইউনিয়নের রসিদ আহমদের একটি খামার থেকে গরু দুটি চুরি করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো।

Ad
Ad

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, পৌরসভার ঘাটচেক রাস্তার মাথা এলাকায় পুলিশের নিয়মিত তল্লাশিকালে চাঁদের গাড়ি ও দুটি গরুসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

Ad

অভিযুক্ত আবদুল খালেকের মা কাঞ্চনা বেগম থানায় এসে গরুগুলো তাদের গরু বলে প্রথমে দাবি করলেও প্রকৃত গরুর মালিকরা এসে শনাক্ত করার পর দাবি করা কাঞ্চনা বেগম সটকে পড়েন।

রসিদ আহমদ জানান, গরুগুলোর প্রকৃত মালিক লালানগরের প্রবাসী মো. নাছের উদ্দিনের। ৪-৫ বছর যাবৎ এগুলো বর্গা নিয়ে তার খামারে লালনপালন করে আসছিলেন। গতরাতে তিনি খামারে না থাকার সুযোগে এই চুরির ঘটনা ঘটায় অভিযুক্তরা। এ ব্যাপারে থানায় নাছের উদ্দিন বাদী হয়ে কাঞ্চনা বেগমসহ চারজনকে বিবাদী করে মামলা করেন।

ইসলামপুরের স্থানীয় বাসিন্দা কৃষক আবদুল জব্বার জানান, ইসলামপুর সাহেবনগর স্টিল ব্রিজ এলাকায় সম্প্রতি ৭০-৮০ হাজার টাকা দামের একটি গরু চুরি হয়। শুধু তার গরুই নয়, ইদানিং পুরো রাঙ্গুনিয়ায় গরু চুরির ঘটনা বেড়েছে। এসবের সাথে একটি বড় চক্র জড়িত থাকতে পারে। গ্রেপ্তারদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে মূল হোতা বের হয়ে আসবে। অন্যথায় জেল থেকে জামিনে বেরিয়ে আবার তারা অপরাধ কার্যক্রম চালিয়ে যাবে বলে আশঙ্কা করেন কৃষক জব্বার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
নারায়ণগঞ্জে ময়লার ভাগাড়ে এনআইডি কার্ড
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৬:০৯

সংবাদ ছবি
আবারও ভোজ্যতেলের দাম লিটারে ১ টাকা বাড়ছে
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৭:২৪


সংবাদ ছবি
৩৩টি পানির ফিল্টার স্থাপন করলো জবি ছাত্র শিবির
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৩০:৫৫

সংবাদ ছবি
বিসিবি সভাপ‌তির চি‌ঠির কার্যকারিতা স্থগিত
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:২৬:০১


সংবাদ ছবি
বেগমগঞ্জে প্রাইভেটকার পুকুরে পড়ে তরুণের মৃত্যু
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:০৯:১৬

সংবাদ ছবি
কাউনিয়ায় গৃহবধূ হত্যা, স্বামী গ্রেফতার
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৫:০৫




Follow Us