• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০২:৪৭:৩৬ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

বেগমগঞ্জে আলেমদের করণীয় বিষয়ে সম্প্রীতি সমাবেশ

৯ আগস্ট ২০২৪ বিকাল ০৪:১৬:৩৭

সংবাদ ছবি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর অন্যতম গুরুত্বপূর্ণ বেগমগঞ্জ উপজেলায় আলেমদের করণীয় নিয়ে ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের মতবিনিময় সভা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৯ আগস্ট শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ সভা সঞ্চালনা করেন অধ্যক্ষ মাওলানা শামছুল ইরফান এবং নোয়াখালী কারামতিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো. আমিন উল্লাহ এতে সভাপতিত্ব করেন।

Ad
Ad

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতের নোয়াখালী-কুমিল্লা টিম সদস্য মাওলানা মোহাম্মদ আলা উদ্দিন। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুস শহিদ।

Ad

আয়োজিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা জামাল উদ্দিন, মাওলানা বেলায়েত হোসেন, মীর মোহাম্মদ মোস্তফা, মাওলানা নুরুল হক ও মাওলানা অহিদুল হক। এছাড়া মুসল্লি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্যে অতিথিরা বলেন, কীভাবে দেশ গড়ার কাজ করতে হয় তা শিক্ষার্থীরা আমাদের দেখিয়েছে ও শিখিয়েছে। আলেমদের করণীয় নিয়েও বিশাদ আলোচনা করেন তারা। সবাই দেশের চলমান পরিস্থিতিতে সম্প্রতি হামলা ভাঙচুরও লুটপাট বন্ধ করার তাগিদ দেন।

বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রীদের আন্দোলনকে সহযোগিতা করে তাদের পাশে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেন। একই সাথে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে তাদের নিরাপত্তার বিষয়ে পরামর্শ ও আহ্বান জানান। সেই সাথে দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে এগিয়ে আসার তাগিদ দেন।

এছাড়া বর্তমান মাদ্রাসা শিক্ষা বোর্ড সিলেবাস পরিবর্তন করার দাবি জানিয়েছেন বক্তারা। কোরআন ও হাদিস শিক্ষার আলোকে সিলেবাস তৈরির দাবি জানানো হয়। এ সময় উপজেলার সকল দাখিল আলিম ও ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রধানগণ এতে উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
নওগাঁয় ৩১ দফা বাস্তবায়নে ডাবলুর গণসংযোগ
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:৪২:৩৮







সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫




Follow Us