• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩২ ভোর ০৪:১৮:৫১ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

বুড়িমারীতে ৬ ভারতীয় নাগরিক আটক

৩০ মে ২০২৫ সন্ধ্যা ০৭:০৬:০৩

সংবাদ ছবি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী রেলস্টেশন থেকে ৬ জন ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে পুরুষ ৪ জন ও নারী ২ জন।

Ad
Ad

৩০ মে শুক্রবার বিকেলে তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর বুড়িমারী ক্যাম্প কমান্ডার আবুল কাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Ad
Ad

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ মে হাতীবান্ধা দইখাওয়া বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ৯০৮/এস এর নিকটবর্তী এলাকা দিয়ে ভারতের (৭৮) বিএসএফ এর গীতলদহ ক্যাম্পের সদস্যরা ৬ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করে। ৬ জনই ভারতের আসামের নাগরিক বলে জানা যায়। পরে তারা ট্রেন এ করে বুড়িমারী রেলস্টেশন এ আসলে বুড়িমারী বিওপি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় নাগরিকদের আটক করে।

Ad

আটকরা হলেন নিজাম আহমেদ (৪৮), আব্দুল গফুর (৫৬), কিসমত আলী (৬৩), হাফিজা বেগম (৩৫), রহমত আলী (৩৫), নুরেজা বেগম (৪৫)।

ভারত থেকে আসা কিসমত আলী বলেন, ১৯৬৩ সালে জন্ম আসামে আমার। আসামের নাগরিক হিসাবে আই কার্ড আছে, ভান কার্ড আছে, চাল কার্ড আছে, ঘর পেয়েছি, দুই বছর জেল ও খাটছি, জেল খাটার পরও আমাকে বাংলাদেশে পাঠিয়েছে, আসামের মুসলমানদের উপর অত্যাচার ও কষ্ট দেয়া হচ্ছে তার হিসাব নাই।  

তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর বুড়িমারী ক্যাম্প কমান্ডার আবুল কাসেম বলেন, বিজিবির পক্ষ থেকে বিএসএফকে একটি পতাকা বৈঠকের আহ্বান জানালে তাতে সাড়া দিলে পতাকা বৈঠকে ভারতীয় ৬ নাগরিকের কাগজপত্র যাচাই বাঁচাই পূর্বক বুড়িমারী স্থলবন্দর দিয়ে ফেরত নেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান। 

Recent comments

Latest Comments section by users

No comment available
Follow Us

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
দেশে শাওমির রেডমি-১৫ উন্মোচন
২১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:০২

সংবাদ ছবি
ভৈরবে ১০২ কেজি গাঁজা উদ্ধার
২১ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৩:৩৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪০
২১ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৭:৩১